Main Slider

Wednesday, November 9, 2016

[[ আপডেট]] অ্যাডসেন্স নেই যাদের, তারা কি অ্যাডসেন্স নিবেন ফ্রিতে?

 
http://adsensehelperbd.blogspot.com
[[ আপডেট]]
কিছু ডাবল ভদ্রলোক এর সন্ধান আনি ইতিমধ্যে পেলাম। আমি মনে হয় তাদের পাকা ধানে মই দিয়েছি। অ্যাডসেন্স বিক্রি করে কিছু ধান্দা পানি হত। টা আর হল না বলে মনে হচ্ছে তাদের। যাই হোক, তাদের জন্য শুভ কামনা রইল। আর ওইসব লোকদের উদ্দেশে বলছি, আপ্নারাইত ফ্রিলান্সিং নিয়ে বড় বড় কথা বলেন। আবার মানুষকে বাঁশ দিতে একটুও গায়ে বাধে না? এতই যদি কাজ জানেন, তাহলে কাজ শিখাতে সমস্যা কই আপনাদের? যারা কাজ শিখবে, তারা তো আমাদেরই ভাই বোন। তাহলে আপনাদের সমস্যা কই? 
আমাকে বকা দিসেন ক্যান আমি ভালো করেই জানি। এইভাবে কি আমাকে থামাতে পারবেন?আমি সামনে ভিডিও টিউটোরিয়াল দিবো অ্যাডসেন্স পাওার জন্য। দেখি আমার কি করেন আপনারা!!

গুগল অ্যাডসেন্স নিয়ে নতুন ইউজারদের করা কিছু প্রশ্নের উত্তর

 
গুগল অ্যাডসেন্স এর বিশ্বস্ততার কারনে সকলেই এটা পছন্দ করেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না তারপরও কিন্তু থেমে নেই। যথা সাদ্ধ্য চেষ্টা করে চলেছেন প্রতি নিয়ত। আর নতুন ইউজার রা অ্যাকাউন্ট পাবার পরও বিভিন্ন প্রশ্নের সম্মুক্ষীন হচ্ছেন। তারা আমাকে ফেসবুক এ মেসেজ এবং মোবাইল ফোন এবং এসএমএস করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছেন। এছাড়া ইউজার রা ফেসবুক এর গুগল অ্যাডসেন্স গ্রুপে বিভিন্ন ধরণের প্রশ্ন করেছেন। তারা হয়তো তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন বা পাননি। আমার এই পোস্টই মূলত তাদের করা বিভিন্ন প্রশ্নের সংকলন। এখানে আমি আমার মতো করে তাদের কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো। তাহলে আসুন জেনে নেই কি ছিল তাদের প্রশ্ন আর আমার উত্তর-

(১) বাংলা সাইটে কি গুগল অ্যাড দেয়?

উত্তরঃ হ্যাঁ দেয়। যার উৎকৃষ্ট উদাহরণ- টেকটিউন্স। আমি নিজেও বাংলা সাইটে অ্যাডসেন্স ব্যবহার করি। আর সেখানে ভালো ভাবেই অ্যাড আসে।

(২) অ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না তবে অ্যাড আসে কিভাবে?

উত্তরঃ অ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে না এটা সত্য। আর বাংলা ভাষাতে তৈরি সাইটেও অ্যাড দেয় এটাও সত্য। আপনার প্রশ্ন হলো তাহলে কিভাবে দেয়? আসলে আমার যেটা মনে হয়। অ্যাডসেন্স সাইটের কন্টেন্ট ছাড়াও ভিজিটরের লোকেশনের উপর নির্ভর করেও অ্যাড প্রদর্শন করে। আপনি হয়তো খেয়াল করেছেন কি না জানি না। বাংলাদেশ থেকে ভিজিট করার সময় বিক্রয় ডট কম, ফেসবুক, গ্রামীনফোন সহ বিভিন্ন ধরণের অ্যাড দেয়। Adwords এর বিজ্ঞাপন দাতারা অনেক সময় জিও লোকেশন টার্গেট করে সাইটে অ্যাড দিয়ে থাকে। এজন্য বাংলা সাইটেও অ্যাডসেন্স থেকে অ্যাড দেখা যায়।

(৩) বাংলা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া যাবে?

উত্তরঃ আপনি তো জানেনি অ্যাডসেন্স সাপোর্টেড ল্যাংগুয়েজ লিস্টে বাংলা ভাষা নেই। তাই বাংলা ভাষায় তৈরি করা সাইট দিয়ে অ্যাপ্লাই করলে আপনার আবেদন গ্রহন যোগ্য হবে না। অ্যাডসেন্স পাবার সম্ভাবনা নেই বললেই চলে। (পরীক্ষিত)

 (৪) বাংলা সাইটে অ্যাড দেখানোর জন্য আমি কি করতে পারি?

উত্তরঃ বাংলা সাইটে অ্যাড দেখানোর পুর্বে আপনাকে একটা ইংরেজি বা অ্যাডসেন্স সাপোর্টেড ভাষায় তৈরি সাইট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। তারপর আপনি বাংলা সাইটে অ্যাড দিন। যা সবাই করে।

(৫) অ্যাডসেন্স পাবার পর কি কপি পেস্ট করা যাবে?

উত্তরঃ এভাবে আর কতদিন? অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে ঐ বিষয়টা নিয়ে নিজে ভেবে আপনার মত করে তৈরি করুন তাহলে দেখবেন সম্পুর্ন ইউনিক হয়ে গেছে।

(৬) কপি না করে যদি টাইপ করে দেই তাহলে কি ইউনিক হবে?

উত্তরঃ পরীক্ষায় নকল করা বলতে আপনি কি বুঝেন? যারা এমন প্রশ্ন করেন তারা অবশ্যই এটার উত্তর কমেন্ট দেবেন।

(৭) ১০/১৫ টা পোস্ট দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?

উত্তরঃ আপনার পোস্ট দেওয়া কি এখানেই শেষ? এরপর কি আর পোস্ট দিবেন না? যদি দেন তাহলে দিতে থাকুন পোস্ট বেশি হলে অ্যাডসেন্স পাবার সম্ভাবনা বেশি থাকবে। তাই নয় কি?

(৮) পোস্ট  গুলোর কত শব্দের হতে হবে?

উত্তরঃ যত বড় করা যায়। ৪৫০-৫০০ বা এর বেশি হলে ভাল হয়।

(৯) একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে কতটি সাইটে অ্যাড ব্যবহার করা যাবে?

উত্তরঃ একটি অ্যাকাউন্টে প্রায় ৫০০ সাইট ম্যানেজমেন্ট করা যায়। আর অসংখ্য সাইটে কোড ব্যবহার করা যায়।

(১০) রেভনিউ শেয়ারিং সাইট  দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করালে কি আমার আর্নিং থেকে কেটে রাখবে?

উত্তরঃ এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। এটা কাটবে শুধু ঐ রেভেনিউ শেয়ারিং থেকে আয়ের অংশ আপনার এই অ্যাকাউন্ট দিয়ে নিজের সাইট থেকে আয়ের নয়। তাই নিজের সাইট থেকে যা আয় হবে তা কারো সাথে শেয়ার করতে হবে না। আপনি যদি শেয়ারিং সাইট আর ব্যবহার না করেন তাহলে তো কাটাকাটির কোন প্রশ্নই আসে না।
এই ছিল কিছু প্রশ্ন আর উত্তর। এখানেই শেষ নয়। আরও অনেক প্রশ্ন আছে। যেগুলো পরবর্তিতে আপনাদের জানানো হবে। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।

Tuesday, November 8, 2016

খুব সহজে অ্যাডসেন্স কোড কনভার্টার টুল যুক্ত করুন আপনার ব্লগার ব্লগে

 
       আসসালামুয়াল্যকুম।কেমন আছেন সবাই?     আশা করি খুব আল আছেন।আমিও ভাল আছি।আজ আমি আপনাদের সাথে ১ টি সুন্দর টুলস শেয়ার করব।আমারা যারা গুগল অ্যাডসেন্স এ কাজ করি তাদের জন্য খুব দরকারি ১ টা টুলস।অনেক সময় আমারা গুগল অ্যাডসেন্স এর অ্যাড কোড কনভার্ট করার জন্য অন-লাইন এ ফ্রী টুলস ব্যবহার করে থাকি।যা গুগল অ্যাডসেন্স কোড কনভার্টার টুলস নামে পরিচিত।যদি এমন হয় যে এই টুলস টা আপনার ব্লগার ব্লগ এ থাকবে এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ  এখন থেকে আর অন-লাইন এ খোঁজা-খুঁজি করতে হবে না।জাস্ট আপনার ব্লগ এ যাবেন আর টুলস টা ব্যবহার করবেন।তো আসেন আর খথা না বাড়িয়ে টুলস টা ব্লগার ব্লগ এ সেট করার সিস্টেম টা জেনে নেয়ঃ-

স্টেপ একঃ- নিচের কোড গুলো আপনার ব্লগার থিমস এর </head> এই কোড এর আগে বসিয়ে দিন।
<script type="text/javascript">
//<![CDATA[
function html2entities(){vara=/[(<>"'&]/g;for(i=0;i<arguments.length;i++)arguments[i].value=arguments[i].value.replace(a,function(a){return replacechar(a)})}function replacechar(a){if("<"==a)return"<";if(">"==a)return">";if('"'==a)return""";if("'"==a)return"'";if("&"==a)return"&"};
//]]>
</script>
স্টেপ দুইঃ- এইবার নিচের কোড গুলো ]]> এই কোড এর আগে বসিয়ে দিন। এবং সেভ করে বের হয়ে আসুন

input.tec2{background:none repeat scroll 0 0 #888;border:1px dotted #888;color:#FFF;font:bold 13px 'trebuchet ms',helvetica,sans-serif}
input.tec2hov{background:none repeat scroll 0 0 #aaa;border:1px dotted #aaa;color:#FFF;font:bold 13px 'trebuchet ms',helvetica,sans-serif}
textarea{width:100%;color:#3D72C0;font:14px verdana;background:#fff;border:1px dotted #ff0000}
textarea:hover{border:1px dotted #222}

স্টেপ তিনঃ- এখন আপনার ব্লগ এ ১ টি নিউ টিউন অথবা নিউ পেজ তৈরি করুন এবং নিচের কোড গুলো কপি করে বসিয়ে দিন।এক্ষেত্রে অবশ্যয় এইচটিএমএল মুড এ টিউন করুন।
<form>
<textarea name="data1" style="height: 200px; width: 590px;"></textarea>
<input class="tec2" onclick="html2entities(this.form.data1)" onmouseout="this.className='tec2'"onmouseover="this.className='tec2 tec2hov'" value="Convert" type="button">
<input class="tec2" onmouseout="this.className='tec2'" onmouseover="this.className='tec2 tec2hov'" value="Clear"type="reset">
বাই, ভাল থাকবেন আবার দেখা হবে নতুন কোন টিপস্ নিয়ে।

"Amader Ad" চালু, দেশে অ্যাডসেন্সের বিকল্প

 

*দেশে অ্যাডসেন্সের বিকল্প ‘আমাদের অ্যাড’ চালু 

ব্লগার, ওয়েবমাস্টার, ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনকারীরা (অ্যাড পাবলিশার) বিভিন্ন ক্যাটাগরিতে ব্লগ কিংবা ওয়েবসাইটে ‘অ্যামাদের অ্যাড সার্ভার’ ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শণ করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ওয়েবসাইটেও বিজ্ঞাপন প্রকাশে কোনো সমস্যা নেই। ফলে অ্যাডসেন্সের সীমাবদ্ধতা এড়িয়ে অ্যামাদের অ্যাড’র মাধ্যমে তারা সাধ্যানুযায়ী আয় করতে পারবেন।

Sunday, October 30, 2016

আয় বাড়বে যেভাবে অ্যাডসেন্সে

 

গুগল অ্যাডসেন্স থেকে আয় বাড়ানোর কৌশল হলো 'অ্যাডসেন্স অপটিমাইজেশন'। এটি করার অনেক উপায় অছে। এর মধ্যে হাই কস্ট পার ক্লিক (সিপিসি) ও ক্লক থ্রো রেট (সিটিআর) বেশ কার্যকর। এর মধ্যে সিপিসিকে গুরুত্ব দিলে বেশি লাভবান হওয়া যাবে। ব্লগে প্রদর্শিত বিজ্ঞাপনে অনেক বেশি ইম্প্রেশন থাকলেও একটি ভালো 'সিপিসি'র ব্লগ সিটিআর থেকেও বেশি আয় এনে দেয়।
লেখার বিষয়
আপনাকে এমন বিষয় নিয়ে লিখতে হবে, যা পাঠকের মনের খোরাক জোগায়। তাই পাঠক ইন্টারনেটে কোন ধরনের বিষয় বেশি খোঁজে (সার্চ করে) তা লেখার আগে ধারণা করে নিতে হবে। এতে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। ভালো মানের লেখা (কনটেন্ট) সার্চ ইঞ্জিনেও প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের আগ্রহ আছে, এমন বিষয় নির্বাচন করলে ভালো ফল পাওয়া যাবে। কারণ এ দুই দেশ থেকে সার্চ হলে গুগল মূল্যায়ন করে বেশি। এতে আয়ের পরিমাণ বেড়ে যায়।
পেইজ র‌্যাংক
পেইজ র‌্যাংকের মাধ্যমে বোঝা যায় www (world wide web)-এ কি পরিমাণ তথ্য হাইপারলিংক করা আছে। একটি পেইজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ণ তা র‌্যাংক অনুযায়ী নির্ধারণ করে গুগল। যখন একটি পেইজ দ্বিতীয় একটি পেইজের সঙ্গে যুক্ত হয়, তখন দ্বিতীয় পেইজের সঙ্গে এর সংশ্লিষ্টতা বোঝায়। সাইটের লিংক বেশি হলে গুগলের কাছে গুরুত্ব বেড়ে যায়। সাধারণত ১ থেকে ১০-এর পেইজ র‌্যাংক নির্ধারণ হয়। সাইটের র‌্যাংক যদি ৫ বা এর ওপরে হয়, তাহলে গুগল হাই সিপিসির বিজ্ঞাপন দেবে। এতে আয় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে।
অ্যাড রিভিউ সেন্টার
গুগল অ্যাডসেন্সে 'অ্যাড রিভিউ সেন্টার' নামে একটি বিভাগ আছে। কোন ধরনের বিজ্ঞাপন থেকে কী পরিমাণ আয় হয়, তা এখানে দেখা যায়। যদি কোনো বিভাগ থেকে আয় কম হয়, তাহলে সেটি ব্লক (বন্ধ) করে দিতে পারেন। এ ক্ষেত্রে সাইটের মূল প্রতিপাদ্য ব্লক করা ঠিক নয়। যেমন-সাইটের বিষয় যদি 'টেকনোলজি' হয়, তাহলে 'ডেটিং', 'পলিটিক্স', 'রিলেজিয়ন' ইত্যাদি বিভাগ ব্লক করতে পারেন। এতে সাইটের সিপিসি ও অ্যাডসেন্স আয় বাড়বে।
কম্পিটিটিভ অ্যাড ফিল্টার
অ্যাড রিভিউ সেন্টারের মতো গুগল অ্যাডসেন্সে 'কম্পিটিটিভ অ্যাড ফিল্টার' নামে আরেকটি বিভাগ রয়েছে। কোনো বিজ্ঞাপন সাইটের 'প্রতিদ্বন্দ্বী' মনে হলে তা 'কম্পিটিটিভ অ্যাড ফিল্টার'-এর মাধ্যমে ব্লক করা যাবে। অর্থাৎ আপনার সাইটের বিষয় যদি 'টেকনোলজি' হয় এবং একই বিষয়ে যদি অন্য সাইট আপনার এখানে বিজ্ঞাপন প্রদর্শন করে তা বন্ধ করা যাবে। এ ক্ষেত্রে কোনো ডোমেইনের একটি নির্দিষ্ট পেইজ ব্লক করা যাবে। এভাবেও সিপিসি বাড়ানো যায়।
অ্যাড প্লেসমেন্ট
ওয়েবসাইটে কোন জায়গায় বিজ্ঞাপন বসাবেন সেটি জরুরি বিষয়। কারণ বিজ্ঞাপনের অবস্থানের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অ্যাডসেন্সের আয় নির্ভর করে। ব্লগ টিউনের মধ্যে একটি ও টিউনের বাইরে একটি বিজ্ঞাপন বসান। এ ক্ষেত্রে টিউনের টাইটেলের ঠিক নিচে ৩৩৬ বাই ২৮০ পিক্সেলের বিজ্ঞাপন বসাতে পারেন। আরেকটি ৪৩০ বাই ৬০ পিক্সেলের বিজ্ঞাপন টিউনের ভেতরে বসান। যদি এরও বেশি বিজ্ঞাপন বসাতে চান, তাহলে ব্লগের ডান পাশের সাইডবারে একটি বিজ্ঞাপন দিতে পারেন। তবে বেশি বিজ্ঞাপনে পাঠকরা বিরক্ত হতে পারেন। তাই সাইটের বিষয়-সংশ্লিষ্ট ও সীমিত বিজ্ঞাপন বসানোই ভলো।
স্থান
সিপিসি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হলো স্থান বা দেশ। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র থেকে কোনো বিজ্ঞাপনে এক ক্লিকে দুই ডলার হলেও বাংলাদেশ থেকে একই বিজ্ঞাপনে ক্লিকের জন্য ২০ থেকে ৩০ সেন্ট দেয় গুগল। আপনাকে মূলত ইংরেজি ভাষাভাষী দেশ লক্ষ করে কাজ করতে হবে। এটা আপনার ওয়েবসাইটের পেইজ র‌্যাংক বাড়ানোর ক্ষেত্রেও কাজে আসবে।
প্ল্যাটফর্ম
বেশি ভিজিটর আছে এমন প্ল্যাটফর্ম বাছাই করতে হবে। ডেস্কটপ ও ল্যাপটপের পাশাপাশি এখন স্মার্টফোনেও ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বাড়ছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, তাহলে ডব্লিপি টাচের মতো প্লাগ-ইন ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ওয়েবসাইটকে মোবাইলবান্ধব করে তুলবে। ফলে মোবাইল স্ক্রিনের উপযোগী অ্যাডও দিতে পারবেন। অনেক প্রতিষ্ঠান মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্য করে 'অ্যাড ওয়ার্ড' বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে পরোক্ষভাবে অ্যাডসেন্স আয় বাড়বে।
সার্চ ট্রাফিকের গুরুত্ব
আপনার ব্লগে যদি অর্গানিক সার্চ থেকে ভিজিটর আসে এবং তারা যদি অ্যাডে ক্লিক করে, তাহলে আপনি বেশি পরিমাণ সিপিসি পাবেন। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ব্লগে সার্চ ট্রাফিক বাড়ানোর প্রতি গুরুত্ব দিন।
সার্চে অ্যাডসেন্স ব্যবহার
গুগল অ্যাডসেন্সসহ গুগলের একটি সার্চ বক্স ব্লগে ব্যবহার করুন। ভিজিটর যখন আপনার ব্লগে কোন কিছু সার্চ করবে তখন ফলাফলের ওপরে, নিচে বা পাশে অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাবে। যেখানে ভিজিটররা ক্লিক করলে আপনার আয় বাড়বে।

আপনাকে ধন্যবাদ