Main Slider

Wednesday, November 9, 2016

[[ আপডেট]] অ্যাডসেন্স নেই যাদের, তারা কি অ্যাডসেন্স নিবেন ফ্রিতে?

 

http://adsensehelperbd.blogspot.com
[[ আপডেট]]
কিছু ডাবল ভদ্রলোক এর সন্ধান আনি ইতিমধ্যে পেলাম। আমি মনে হয় তাদের পাকা ধানে মই দিয়েছি। অ্যাডসেন্স বিক্রি করে কিছু ধান্দা পানি হত। টা আর হল না বলে মনে হচ্ছে তাদের। যাই হোক, তাদের জন্য শুভ কামনা রইল। আর ওইসব লোকদের উদ্দেশে বলছি, আপ্নারাইত ফ্রিলান্সিং নিয়ে বড় বড় কথা বলেন। আবার মানুষকে বাঁশ দিতে একটুও গায়ে বাধে না? এতই যদি কাজ জানেন, তাহলে কাজ শিখাতে সমস্যা কই আপনাদের? যারা কাজ শিখবে, তারা তো আমাদেরই ভাই বোন। তাহলে আপনাদের সমস্যা কই? 
আমাকে বকা দিসেন ক্যান আমি ভালো করেই জানি। এইভাবে কি আমাকে থামাতে পারবেন?আমি সামনে ভিডিও টিউটোরিয়াল দিবো অ্যাডসেন্স পাওার জন্য। দেখি আমার কি করেন আপনারা!!
যখন কাজের জন্য কান্নাকাটি করসিলাম, তখন তো কোন চানরে দেখিনাই একটা উপকার করতে। এখন আসছ? মুড়ি খাও তোমরা। আমি আমার মত কোন ভুক্তভোগীর কাছেথেকেই কাজ শিখেছি, তোমাদের মত হাজার হাজার $$$ কামানোর থেকে না। আমি আমার শিক্ষা কোথায় ব্যবহার করব সেটা আমার ব্যাপার।আমি তো কারো কাছে টাকা অ্যাডসেন্স করে দেওয়ার জন্য। 
ভদ্র বাবা মায়ের সন্তান দেখেনঃ 
ফোন দিয়ে হুমকি দাও? ওকে। তোমাদের দাওয়াত দিলাম আমার বাসায়। বাসায় আইসো। আর যদি ভয় পাও, তাহলে বল আমি আসি। তারপর দেখি আমার কি করতে পারো তোমরা!!! 
যাই হোক, তোমরা তোমাদের ধান্দা করো। আর আমি আমার কাজ করে যাবো। পারলে আমাকে থামাও!!! 
এখন পর্যন্ত ২৮  টা আপ্রুভ হয়েছে। আরও ১৯ টা আছে পেনডিঙ। দোয়া করবেন তাদের জন্য ।
[[ আপডেট]]

অনেক দুঃখ ও ক্ষোভের কারনে আজ এই পোস্টটি লিখলাম। আমার এক বড় ভাই যে অনেকদিন যাবত Adsense এর পাবলিশার। সে ইউটিউব থেকে আয় করে। কোন এক দিন তার কাছে অ্যাডসেন্স পাওয়া নিয়ে কথা বলসিলাম। তাকে বলসিলাম যে কিভাবে Hosted Adsense Account পাওয়া যায়? সে আমার কাছে ১৫০০ টাকা চেয়েছিল। কাছের লোক হয়েও এমন করেছে। আজ আমি অ্যাডসেন্স এর একজন সফল পাবলিশার। আজ টাকা আসল হাতে। বিগত ১১ মাসে $890.13 হয়েছে। আমি অনেক খুশি আজ।
কিন্তু আমার অ্যাডসেন্স প্রাপ্তি এর বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন আপ্নারা টিটি এর মাধ্যমে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ টিটি পরিবারের কাছে। আপ্নারা না থাকলে আমার অ্যাডসেন্স প্রাপ্তিই হত না, আয় তো বহুদূর।
আমি ভেবেছিলাম যে যদি আমি অ্যাডসেন্স পাই, তবে আমার মত পোড়াকপাল ওয়ালাদের সাথে আমি থাকব। 
তাই আপনারা যদি কেউ Hosted Adsense Account চান, তবে আমি আপনাদের সাথে আছি। না, আমাকে কোন টাকা দেওয়া লাগবে না। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতাস্বরূপ আমি এই কাজটি করব।


আর আমার অ্যাডসেন্স নিয়ে ব্লগটি দেখতে পারেন। নাহ, এইটায় অ্যাডসেন্স নাই। দেখতে এইখানে ক্লিক করু

No comments:
Write comments