*দেশে অ্যাডসেন্সের বিকল্প ‘আমাদের অ্যাড’ চালু
ব্লগার, ওয়েবমাস্টার, ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনকারীরা (অ্যাড পাবলিশার) বিভিন্ন ক্যাটাগরিতে ব্লগ কিংবা ওয়েবসাইটে ‘অ্যামাদের অ্যাড সার্ভার’ ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শণ করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ওয়েবসাইটেও বিজ্ঞাপন প্রকাশে কোনো সমস্যা নেই। ফলে অ্যাডসেন্সের সীমাবদ্ধতা এড়িয়ে অ্যামাদের অ্যাড’র মাধ্যমে তারা সাধ্যানুযায়ী আয় করতে পারবেন।
Go to: Amader Ad.Com
১। বাংলা অথবা ইংলিশ সাপোর্টেড ওয়েবপেজ বা ব্লগ।
২। রেভেনিউ শেয়ার ৭০% পর্যন্ত।
৩। পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৪। রয়েছে রেফারেল এর সুবাধা।
৫। ব্যাঙ্ক বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট পাওয়ার সুবিধা।
৬। সর্বনিন্ম ১০০০টাকা পেমেন্ট সুবিধা।
৭। স্পেশাল SEO আর ট্রাফিক গাইড লাইন।
৮। যারা বেশি ইনকাম করতে চায় তাদের জন্যও রয়েছে ফ্রী গাইডলাইন।
No comments:
Write comments